জামালপুরে কবিতা ও সাহিত্যের সন্ধানে প্রবাহের দিগন্ত ছড়ানোর প্রয়াস

সুফি রফিক উল ইসলাম,মেমারি: ২৬ নভেম্বর,পূর্ব বর্ধমান জেলার জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে দিগন্ত সাহিত্য মজলিস এর আহবানে এবং প্রবাহ সাহিত্য ও সংস্কৃতি সংস্থার পরিচালনায় কবিতা ও সাহিত্যের সন্ধানে জামালপুর শিরোনামে একটি মহতী সাহিত্য সভার আয়োজন করা হয় রবিবার ২৬ নভেম্বর। সারাদিন ব্যাপী এই সভায় উদ্যোক্তাদের আয়োজনের ব্যাপকতা থাকলেও দূরদর্শিতার অভাব বিশেষ ভাবে পরিলক্ষিত হয়।যার ফলে বিস্তৃতির ব্যাপকতার ক্ষেত্রে কিছু খামতি রয়ে যায়। অনুষ্ঠান সূচনা পর্বেই দৈন্যদশা ধরা পড়ে। যখন সকাল নয়টার স্থানে দুই ঘণ্টা অতিক্রম করে যাওয়ার পরে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এই মাত্রাতিরিক্ত বিলম্বে উপস্থিত প্রায় সকলেই হতাশ। অনুষ্ঠানের থেকেও এই অহেতুক অকারণ বিলম্বের দিকে আগামী দিনে সবার আগে নজর দেওয়া প্রয়োজন। এর পরে আছে এক মধ্যাহ্ন কাল পর্যন্ত গুটি কয়েক বক্তার দীর্ঘায়িত বক্তৃতা। বেশ কয়েকটি পত্রিকার সম্পাদক মন্ডলী কে আমন্ত্রণ জানানোর পরেও কোন পত্রিকাগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে অন্যদের প্রতি বিমুখ থাকা অথবা দায়সারা ভাবে দায়বদ্ধ থাকা। আগামী দিনে এর প্রভাব কিন্তু সুদূরপ্রসারী হতে পারে। তবে কিছু ত্রুটি বিচ্যুতি কাটিয়ে এগিয়ে চলুক জামালপুরের প্রবাহ ও দিগন্ত এর প্রয়াস। উদ্যোক্তাদের মধ্যে শুভাশিস হালদার ,সুরমান আলি মল্লিক, বাসুদেব সাঁতরা প্রমুখের উপস্থিতিতে বিজন গঙ্গোপাধ্যায় এর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন,অনিল ভান্ডারী, সতীরঞ্জন আদক, অরবিন্দ ভট্টাচার্য্য, উদয় চট্টোপাধ্যায়, সুপ্রকাশ চৌধুরী, আফজল আলি প্রমুখের বিষয়গত বক্তব্য প্রভৃতির সঙ্গে শুভাশিস হালদার তথা বেণু বাবুর ধন্যবাদ জ্ঞাপক স্বাগত ভাষণ প্রভৃতি এবং বেণু বাবুর যন্ত্রাণু সঙ্গত যথেষ্ট সুগভীর ছিল।এছাড়া উপস্থিত কবি ব্যক্তিত্ব সেখ মহম্মদুল হক, ডাঃ সেখ সাবের আলি,সেখ নাসিবুল আলি,সেখ জাহাঙ্গীর, সেখ হাসানুজ্জামান, সেখ মহম্মদ ইউনুস,আঞ্জুমানোয়ারা আনসারী, হাফিজুর রহমান মল্লিক, বিজন দাস, কৃষ্ণবন্ধু বন্দ্যোপাধ্যায়, অমিতাভ ঘোষ, প্রভাস মজুমদার,সেখ আজমাত আলি, অরুণ মান্না, সহেলি চ্যাট্টার্জী, ফিরোজা বেগম, ব্রততী ঘোষ আলি, মিলি বিশ্বাস, স্বপন হালদার, সত্যরঞ্জন বিশ্বাস, কমলেশ মন্ডল, সুকুমার দত্ত, সুদীপ্ত মণ্ডল প্রমুখ প্রায় পঁচাত্তর জন উপস্থিত ছিলেন। আগামী দিনে সকলের সহযোগিতায় জামালপুরে ব‌ইমেলা করার কথাও উচ্চারিত হয়। উপস্থিত সকলে এই ঘোষণা কে সাধুবাদ জানান।