|
---|
নতুন গতি, নিজস্ব প্রতিনিধি : ভগবানগোলা থানার অন্তর্গত মেলার সিড়ি এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সেখানে মেলা চলছিল ঠিক তার পেছনের বাগানের মধ্যে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। সঙ্গে এক আহত যুবককে দেহ। মৃতের সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আহত ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে,ঘটনা স্থানে বিশাল পুলিশ বাহিনী মতায়ন করেছেন। কয়েক দিন ধরে ভগবান গোলার মেলা সিড়ি তে মেলা চলছে আর তার পেছনে একটা আমবাগান আছে সেখানে খুন করেছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।