ওয়াইল্ডলাইফ ট্রাষ্ট অফ ইন্ডিয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বাঘ মানুষ সংঘাত এড়াতে প্রশিক্ষণ শিবির

হাসান লস্কর, দক্ষিণ ২৪ পরগনা: মোট তিনজনকে নিয়ে তৈরি সংস্থাটি আজ ২৫ বছর পর প্রায় ২০০ জন কর্মচারী নিয়ে ভারতের অন্যতম অগ্রগণ্য বন্যপ্রাণ সংরক্ষণ বিষয়ক সংস্থা,১৬ই নভেম্বর ১৯৯৮ সালে বন্যপ্রাণ সংরক্ষণের উদ্দেশ্যে গঠিত হয় বেসরকারি সংস্থা Wildlife Trust of India (WTI) সংস্থাটির বর্তমানে ২৩ টি রাজ্যে বিভিন্ন বন্যপ্রাণী যেমন হাতি, বাঘ, গন্ডার, ভাল্লুক, তিমি মাছসহ, বন্যপ্রাণ অপরাধ নিয়ন্ত্রণ, প্রশিক্ষণ, Mobile Veterinary Unit সংক্রান্ত কাজ করে চলেছে।

    এছাড়াও সংস্থাটি বহু মাঠপর্যায়ের সংস্থাদের বন্যপ্রাণ সংরক্ষণ সংক্রান্ত প্রকল্প পরিচালনায় সাহায্য করে থাকে।
    সংস্থাটির মোট নয়টি বিভাগ রয়েছে যার মধ্যে একটি হলো ‘মানুষ বন্যপ্রাণ সংঘাত নিরাময়’ এবং বর্তমানে ভারত ও বাংলাদেশ সুন্দরবনের বাঘ সংরক্ষণের প্রকল্পটি এই বিভাগের অন্তর্গত। বৃহস্পতিবার কুলতলীতে এই পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার- মৈপিঠ কোস্টাল থানায় ওসি স্বপন বিশ্বাস গুড়গুড়িয়া ভুবেনেশ্বরী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান জ্যোৎস্না হালদার,কুলতলী ফরেস্ট অফিসের আধিকারিক সুকমল চক্রবর্তী, সুন্দরবন বিষয়ক গবেষক অনিমেষ সিনহা, উদ্দালক দাস, চিত্রগ্রাহক সাত্যকী নাহা, JFMC সদস্য উসমান মোল্লা, রেজাউল গাজী প্রাইমারি রেসপন্স টিম এর সদস্য, মধ্য-পূর্ব গুড়গুড়িয়া আদর্শ বিদ্যাপীঠে গঠিত সুন্দরবন শিক্ষা কেন্দ্রের টাইগার স্কাউট সহ WTI এর আধিকারিক প্রসেনজিৎ শীল, সম্রাট পাল।