জাতীয় শিশু কন্যা দিবস তথা যোগ্য মর্যাদা পালিত হলো ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার উদ্যোগে

বাউজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার: জাতীয় শিশু কন্যা দিবস যথা যোগ্য মর্যাদার পালিত হলো ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার উদ্যোগে ২০২৪ শে জানুয়ারি তে প্রতি বছরের মত এবছর ও ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর অফিস এর সামনে এক বর্ণাধ্য সুসজ্জিত ট্যাবলো এর সহ যোগে শোভাযাত্রা বের হয়।ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়ন্ত কুমার শুকুল,এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ পরিমল ডাকুয়া ডি এম সি এইচ ও ডাঃ হিমাদ্রি হালদার ডেপুটি সি এম ও এইচ ১, ডাঃ বিবেকানন্দ সরকার ডেপুটি সি এম ও এইচ ৪ সহ অন্যান্য আধিকারিক বৃন্দ ও বিভিন্ন ব্লকের লেডি কাউন্সিলর সহ পীয়ার এডুকেটর উপস্থিত ছিলেন। ডাঃ জয়ন্ত কুমার শুকুল বলেন আজকের এই জাতীয় শিশু কন্যা দিবস উদযাপন এর মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যা রক্ষা করা, লিঙ্গ বৈষম্য দূর করা,শিশু কন্যার অধিকার প্রতিষ্ঠা করা,শিশু কন্যার অনুপাতিক হার যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখা,বাল্য বিবাহ রোধ করা,টিনএজ প্রেগন্যান্সি এর হার কমানো,এই সব বিষয়ে বিভিন্ন বিভাগের স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রভাতফেরি সহ সেমিনার- আলোচনা সভার বিশেষ আয়োজন করা হয়। ডাঃ জয়ন্ত কুমার শুকুল আরও জানান রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীনে এই কর্মসূচী ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার ১৩টি ব্লকে বিশেষ গুরুত্ব ভাবে এই কর্মসূচি পালন করা হয়।