|
---|
বাইজিদ মণ্ডল, মগরাহাট: দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট পশ্চিম ব্লকের উস্থী বিধায়ক জনসংযোগ কার্যালয়ে ভাতৃদ্বিতিয়ার দিন গণ ভাইফোঁটায় উপস্থিত হলেন সুন্দরবন জেলার সাংগঠনিক যুব সভাপতি বাপী হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবর রহমান মোল্লা, জেলা পরিষদের সদস্যা নুর খাতুন বিবি,জেলা পরিষদের সদস্যা তন্দ্রা পুরকাইত সহ মগরাহাট পশ্চিম ব্লকের অন্যান্য নেতৃত্ব রা। এদিন ভাতৃদ্বিতীয়া উপলক্ষে উস্থী বিধায়ক জনসংযোগ কার্যালয়ে এই আয়োজন ছিল গণ ভাইফোঁটার। প্রায় শতাধিক ছেলেদের ভাইফোঁটা দেওয়া হয় ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে।