বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান লোকপুরে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: সম্প্রতি বিধানসভা নির্বাচন পর্যন্ত লড়াই চলছিল হাড্ডাহাড্ডি বিশেষ করে তৃনমূল কংগ্রেসের সাথে বিজেপির।বীরভূম জেলার ১১ টি আসনের মধ্যে দুবরাজপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়ী হয়।কিন্তু ভোট পরবর্তীতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বিজেপির সংগঠন, এখন পর্যন্ত যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা ছড়িয়ে ছিটিয়ে রয়ে গেছে, এবার সেই সমস্ত কর্মীরা ও তৃনমূল কংগ্রেসে যোগ দিতে শুরু করে।

    গতকাল রাতে লোকপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এলাকার তিন সক্রিয় বিজেপি কর্মী পঞ্চাশটি পরিবার নিয়ে পদ্ম ফুল ছেড়ে ঘাস ফুল শিবিরে নাম লেখান, অঞ্চল তৃনমূল কংগ্রেসের আহ্বায়ক সুনীল কুমার সাহা সহ অঞ্চল নেতৃত্বের হাত ধরে। জানা যায় সেখ পালন বিজেপির খয়রাসোল এ মন্ডলের সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি , অন্যরা বিধানসভা নির্বাচনে বুথে বিজেপির পোলিং এজেন্ট হিসেবে যুক্ত ছিলেন। সদ্য তৃনমূল কংগ্রেসে যোগ দিয়ে বিকাশ গোপ এক সাক্ষাৎকারে বলেন আগে তৃনমূল কংগ্রেস করলে ও মান অভিমানে বিজেপির সঙ্গে যুক্ত হয়, পরে তাদের চালচলন,মিথ্যা প্রতিশ্রুতি, ইত্যাদির জন্য বিরক্ত হয়ে পুনরায় তৃনমূল কংগ্রেসে যোগ দিলাম, মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে সামিল হতে।

    অঞ্চল তৃনমূল কংগ্রেসের আহ্বায়ক সুনীল কুমার সাহা বলেন মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতেই বেশ কিছু পরিবার নিয়ে সেখ পালন, বিকাশ গোপ ও জয়নাল খান বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগ দেয় লোকপুর অঞ্চল নেতৃত্বের উপস্থিতিতে।