|
---|
দেবজিৎ মুখার্জি: ইন্ডিয়া জোটকে বাঁচাতে কিছুটা ড্যামেজ কন্ট্রোল করে মুম্বইয়ে আসন্ন জোট বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছে আম আদমি পার্টি। সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, “আমরা মুম্বই যাচ্ছি। আগামী দিনে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা আপনাদের জানিয়ে দেওয়া হবে।”
বিশ্লেষকদের মতে, লোকসভা ভোট নিয়ে কংগ্রেসের অন্দরে দিল্লিতে ‘একলা চলো’র দাবি জোরাল। শীলা দীক্ষিত না থাকলেও রাজধানীতে এখন যথেষ্ট শক্তি ধরে শতাব্দী প্রাচীন দলটি। সেখানে আপ এবং বিজেপি দুইই প্রতিদ্বন্দ্বী। জোটের স্বার্থে শক্ত জমিতে আপকে আসন ছেড়ে দিলে তা নিজের পায়ে কুড়ুল মারা। তাছাড়া, আপ আসলে বিজেপির বি টিম বলেও মনে করে কংগ্রেসের অনেকেই।