ভুয়ো সংস্থার মাধ্যমে নিজেদের সংস্থার শেয়ারে বিপুল বিনিয়োগ করানোর অভিযোগ আদানিদের বিরুদ্ধে

দেবজিৎ মুখার্জি: নতুন অভিযোগ আদানিদের বিরুদ্ধে। অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কোরাপশন রিপোর্টিং প্রোজেক্ট বা ওসিসিআরপি আদানিদের নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাঁদের রিপোর্টে দাবি করা হয়েছে, গত কয়েক বছরে বেশ কয়েকটি অনথিভুক্ত সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর লেনদেন বেশ সন্দেহজনক। এর মধ্যে বহু লেনদেন নিয়মবিরুদ্ধ হতে পারে। মরিশাসের একাধিক সংস্থা নাকি আদানিদের শেয়ার সন্দেহজনকভাবে বিনিয়োগ করেছে। যার ফলে প্রভাবিত হয়েছে বাজার। এবং ওই সংস্থাগুলির পিছনে রয়েছে আদানিদের পরিবারেরই সদস্যের হাত। সন্দেহের তির তম আদানির দাদা বিনোদ আদানির দিকে।

     

    আদানি গোষ্ঠী বলছে, ওসিসিআরপি হেজ ফান্ড কর্তা জর্জ সরোসের টাকায় তৈরি একটি অলাভজনক সংস্থা। এই রিপোর্টটিও সোরেসের ব্যক্তিগত স্বার্থে প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ আদানি গোষ্ঠীর।