একশো দিনের কাজে আধার নম্বর ভিত্তিক মজুরি ঘিরে আপত্তি

দেবজিৎ মুখার্জি: একশো দিনের কাজে আধার নম্বর ভিত্তিক মজুরি চালুর সময়সীমা ৩১ আগস্টের পর আর বাড়ানো হচ্ছেনা। অর্থাৎ, ১ সেপ্টেম্বর থেকেই নয়া ব‌্যবস্থা কার্যকর হয়ে যাবে।

    এদিকে, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের এই সিদ্ধান্তে বিভিন্ন মহল থেকে আপত্তি উঠতে শুরু করছে। এর কারণ হিসাবে বলা হচ্ছে, একদিকে এখনও পর্যন্ত প্রায় তিন কোটি একশো দিনের কাজ প্রকল্পে নথিভুক্ত শ্রমিকের জবকার্ড আধার নম্বর যুক্ত করা যায়নি। তাছাড়া, কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত অবৈধ। কারণ, এভাবে বহু জবকার্ড বাতিল হয়ে যাবে। ফলে অনেক প্রকৃত শ্রমিক কাজ হারাবে।