পুনালুর-মাদুরাই এক্সপ্রেস ট্রেনে আগুন, নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

দেবজিৎ মুখার্জি: চলন্ত পুনালুর-মাদুরাই এক্সপ্রেস ট্রেনে গ্যাস জ্বালিয়ে রান্না! যাত্রীর নির্বুদ্ধিতায় লাগে আগুন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাইয়ে। দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় রেল হাসপাতালে ভরতি করা হয়েছে। মৃতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা।

     

    দুর্ঘটনাটির নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন,”ভারতীয় রেলে আরও এক মর্মান্তিক দুর্ঘটনা। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আশা করব দ্রুত তদন্ত হবে। এবং দোষীরা শাস্তি পাবে। কিন্তু একই সঙ্গে রেলের কাছে প্রশ্ন, আমরা কি জানতে পারি রেলের কর্তারা কবে আরেকটু সতর্ক হবেন। কবে এই অপদার্থতা বন্ধ হবে?”

     

    পুরো ঘটনার দায় রেল চাপিয়েছে যাত্রীদের উপর। রেলের তরফে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ সরকারও আহতদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে।