|
---|
নিজস্ব সংবাদদাতা : নদীয়া জেলার তেহট্ট ব্লকের তারবিয়া কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে এবং নদীয়া জেলার কৃষ্ণনগর ব্লকের চাঁদ সড়ক পাড়া জামে মসজিদে বিভিন্ন ব্লক ইমাম এবং এলাকার শিক্ষিত মানুষদের হাতে দ্য কোরআন স্টাডী সার্কেল এর ব্যবস্থাপনায় আল কুরআন একাডেমী লন্ডন অনুবাদকূত পবিত্র কুরআন মাজীদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য কোরআন স্টাডী সার্কেলের রাজ্য কনভেনর তথা অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক মাওলানা মুহাম্মদ রাকিব হক, আমানত ফাউন্ডেশনের নদীয়া জেলা কো-অর্ডিনেটর জিনারুল হক, পুলিশ অফিসার আইয়ুব আলী খান, ডিস্ট্রিক্ট ইমাম মাওলানা আব্দুল আজিজ, ডক্টর শেখ মহিম আলী, শিক্ষক রাকিবুল মন্ডল, প্রাক্তন সেনা জামাল হোসেন সরকার আরো অনেকেই বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। উক্ত বিষয়ে মাওলানা মোহাম্মদ রাকিব হক বলেন,” আমরা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় ব্লক ভিত্তিক কোরআন বিতরণের কর্মসূচি রাখছি, যাতে করে প্রতিটি বাড়িতে একটি করে অনুবাদকৃত কুরআন মাজীদ পৌঁছে যায়।”এ বিষয়ে আমানত ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম বলেন,”আমাদের মূলত উদ্দেশ্য মানুষ অনুবাদকৃত কুরআন মাজীদ পড়ে নিজের জীবনকে পরিচালিত করুক।” উক্ত বিষয়ে পুলিশ অফিসার আইয়ুব আলী খান বলেন,”আমরা অনুবাদকৃত কুরআন মাজীদ জাতী-ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলের কাছে পৌছালাম, যাতে করে মানুষ একে অপরকে ভালবাসতে শেখে এবং একে অপরকে শ্রদ্ধা করতে শেখে।”