|
---|
দেবজিৎ মুখার্জি: “আগামী ১৮-২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশনে যোগ দিতে হবে সব সাংসদকে” হুইপ জারি করলো বিজেপি। জানা গিয়েছে, ওদিন চারটি বিল পেশ করবে সরকার। সেগুলির মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগ বিল। সেই সঙ্গে পোস্ট অফিস বিল, অ্যাডভোকেট সংশোধনী বিল এবং প্রেস ও রেজিস্ট্রেশন বিল পেশ হবে।
মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ ছাড়া বাকি বিলগুলিতে বিশেষ আপত্তিও নেই বিরোধীদের। কংগ্রেসের প্রচার বিভাগের প্রধান জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় বলছেন,”আমি নিশ্চিত আসল বিলের গ্রেনেড আস্তিনে লুকিয়ে রেখেছে। একদম শেষ মুহূর্তে সেগুলো বের করা হবে। পর্দার পিছনে অন্য কিছুই আছে।”