|
---|
নিজস্ব সংবাদদাতা : বিজেপি নেতার বিরুদ্ধে বিশেষভাবে সক্ষম তরুণীকে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) মহিষাদল থানার চক গাজিপুর এলাকায়। তীব্র নিন্দাজনক এই ঘটনা ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
ধর্ষণের ঘটনায় কাঠগড়ায় বিজেপি নেতা গোপাল দাস। তিনি এলাকার বিজেপি সভাপতি বলে জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার চক গাজিপুরের বাসিন্দা বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, বুধবার বিকালে ওই মহিলাকে একা পেয়ে তার ওপর নির্যাতন করে গোপাল দাস।
পরে গোটা ঘটনাটি জানাজানি হয়ে যায়। ঘটনায় ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে। তদন্তে নেমেছে পুলিশ। ওদিকে বিশেষভাবে সক্ষম তরুণীকে ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী।অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা। বিজেপি নেতার এহেন কীর্তিতে নিন্দায় সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসও। এই বিষয়ে মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, খুবই খারাপ ঘটনা। প্রশাসনকে বলব দ্রুত ঘটনার জোরদার তদন্ত হোক। দোষীর কঠোর শাস্তি হোক।অন্যদিকে, বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রদীপ দাসের মন্তব্য, “ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক আমরা চাই। যে বা যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের শাস্তি হোক।” তবে তিনি আরও বলেন, “অনেকদিন পর এলাকার গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে বিজেপি। তাই হয়তো কালিমালিপ্ত করার জন্য এমন অভিযোগ আনা হচ্ছে।”