|
---|
মহ: মফিজুর রহমান, আমডাঙা, নতুন গতি : উত্তর ২৪ পরগণার অন্তর্গত আমডাঙার উলুডাঙা মোড়ে প্রতি বছরের মতো এবছরেও সাড়ম্বরে উদযাপিত হলো জাতীয় কংগ্রেসের ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস। বুধবার সকালে আমডাঙার উলুডাঙা মোড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। দলীয় পতাকা উত্তোলন করেন উত্তর ২৪ পরগণা জেলা যুব কংগ্রেসের সভাপতি (গ্রামীণ) অভিষেক ঘোষ। তারপর জাতীয় কংগ্রেসের ইতিহাস এবং অবদান বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন অভিষেক ঘোষসহ জেলা যুব কংগ্রেস নেতা বিশ্বজিৎ পাল, জেলা যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি রবিউল মোল্লা প্রমুখ। পাশাপাশি উলুডাঙা মোড় থেকে সাধনপুর কলেজ পর্যন্ত মিছিলেরও আয়োজন করা হয়েছিল। জেলা নেতৃত্বের সাথে মিছিলে অংশগ্রহণ করেন আমডাঙার প্রবীণ কংগ্রেস নেতা হারুগোপাল বেরা, সেখ আব্দুল মহিন, সন্তোষ ঘোষ, জহর পাত্র, আমডাঙা বিধানসভা যুব কংগ্রেস সভাপতি সেখ ওবাইদুল ইসলাম সহ পাঁচ শতাধিক কর্মী সমর্থক। আগত সকলের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা ছিল।