|
---|
নিজস্ব সংবাদদাতা : এবার আমফান ক্ষতিগ্রস্ত দের পাশে সবরকম ভাবে দাঁড়ানোর চেষ্টা করলো ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য শাখা। করোনা মোকাবিলায় রাজ্য সরকারের সমস্ত নির্দেশ মেনে প্রতিদিন ৩০০ জন এর হাতে রান্না করা খাবার ৪০ দিন ধরে তুলে দেওয়া, অসহায় পরিবারের হাতে রেশন তুলে দেওয়ার পাশাপাশি এবার আম্ফান ক্ষতিগ্রস্তদের দিকে মানবিকতার হাত বাড়াল ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য শাখা। রাজ্য সরকারের আমফান সাইক্লোন ত্রাণ তহবিলে ইন্ডিয়ান ডেন্টাল আসোসিয়েশন ও ডেন্টাল কাউন্সিল মিলে ৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হয় সংগঠনের তরফ থেকে।এর আগে পশ্চিমবঙ্গের দন্ত চিকিৎসক সমাজ থেকে ২৬লক্ষ টাকা কোরোনা সম্পর্কিত রাজ্য সরকারের আপদকালীন ত্রাণ তহবিলে জমা করা হয়।ডায়মন্ড হারবার এর মহকুমা শাসক ও পাথরপ্রতিমা মহকুমার অন্তর্গত রামগঙ্গার ব্লক উন্নয়ন অধিকর্তা এর হাতে সোলার লাইট, স্যানিটারি ন্যাপকিন, শিশুদের খাবার, স্যানিটাইজার, প্রয়োজনীয় ঔষধ, ওরাল কিট তুলে দেওয়া হয়।বসিরহাট মহকুমা শাসকের হাতে তুলে দেওয়া হয় সোলার লাইট,স্যানিটাইজার,স্যানিটারি ন্যাপকিন,ওরালকিট,পিপি ই কিট,n95 মাস্ক এবং হিঙ্গুলগঞ্জের ১০০০ পরিবারের জন্য সাবান ও ওষুধ।পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের হাতে তুলে দেওয়া হল চাল, ডাল, চিঁড়ে, প্রয়োজনীয় ওষুধপত্র, স্যানিটারি ন্যাপকিন, ওরাল কিট, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই কিট, এন-95 মাস্ক. ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্যশাখার তরফ থেকে।ডাঃ রাজু বিশ্বাস, সম্পাদক, ইন্ডিয়ান ডেন্টাল আসোসিয়েশন রাজ্য শাখা জানান “আমরা ক্ষতিগ্রস্ত এলাকার প্রশাসনের সাথে কথা বলে জায়গা অনুযায়ী প্রয়াজন মত ত্রাণ তুলে দেওয়ার চেষ্টা করেছি। প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।ভবিষ্যতে যেকোন রকম বিপদে মানুষের পাশে আমরা ডাক্তাররা যতটা যেভাবে পারি দাঁড়ানোর চেষ্টা করবো।