ডায়মন্ড হারবার ইট ভাটার মহিলা কর্মিদের মধ্যে নতুন বস্ত্র দিয়ে তাদের মুখে হাসি ফোটাল মানবিক সংগঠন ‘আমরা আপনজন

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার: এই সংগঠনের মধ্যে কেউ কলেজের পাঠ শেষ করে চাকরির চেষ্টা করছেন, কেউ আবার চোখ ভরা স্বপ্ন নিয়ে শুরু করছেন ব্যবসা। আর্থিক ভাবে সাবলম্বী হওয়ার লড়াইয়ে আর পাঁচটা বেকার তরুণের মতই লড়াই চালিয়ে যাচ্ছেন এঁরা প্রত্যেকেই। তবে এদের মধ্যেও সকলে মানুষের পাশে দাঁড়াতে ভোলেননি কখনো এরা। শনিবার ডায়মন্ড হারবারের আবদালপুর, দেউলপোতা সহ বেশ কিছু ইটভাটায় মহিলা কর্মীদের হাতে নতুন শাড়ি তুলে দিলেন ‘আমরা আপনজন’ গোষ্ঠীর সদস্যরা।

    গত কয়েক বছর আগে ডায়মন্ড হারবারের বেশ কিছু তরুণ তরুণীদের হাত ধরে পথ চলা শুরু মানবিক সংগঠন ‘আমরা আপনজন’ এর। কখনো বিধ্বংসী ঝড়ে সুন্দরবনের প্রান্তিক অঞ্চলে ত্রান পৌঁছে দেওয়া,কখনোও আবার মৎস্যজীবী পরিবারের শিশুদের হাতে বস্ত্র তুলে দিতে দেখা গেছে এই সংগঠনের সদস্যদের। এদিন সংগঠনের প্রবীন সদস্য অশোক মন্ডলের প্রয়াত স্ত্রী অনিমা মন্ডলের জন্মবার্ষিকী উপলক্ষে ডায়মন্ড হারবারের ইট ভাটা গুলিতে শতাধিক মহিলা কর্মীর হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র।