লজেন্সের লোভ দেখিয়ে উত্তরপ্রদেশে ৮ বছরের দলিত নাবালিকাকে ধর্ষণ

নিজস্ব সংবাদদাতা : উত্তরপ্রদেশে ৮ বছরের দলিত নাবালিকাকে ধর্ষণ।লজেন্সের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

     

    পুলিশ সূত্রে খবর, রবিবার সাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। নির্যাতিতার বাবা থানায় জানিয়েছেন, সেদিন আত্মীয়ের বাড়িতে একাই গিয়েছিল ওই নাবালিকা। রাতে ফেরার সময় এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তাকে লজেন্সের লোভ দেখিয়ে পাশেই এক ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে নাবালিকাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

     

    রক্তাক্ত অবস্থায় হেঁটে বাড়িতে ফেরে নাবালিকা। তড়িঘড়ি তাকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে অন্য একটি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। নির্যাতিতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। পরিবারের তরফে অভিযোগ দায়ের হতেই অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।