বিদ্যালয় প্রধানদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাষ্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস পশ্চিম মেদিনীপুর জেলা শাখার চতুর্থ বার্ষিক সাধারণ সভা রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ পরিকল্পনা ভবনে অনুষ্ঠিত হল।সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পদার্থবিদ ও বিজ্ঞান লেখক অধ্যাপক ড.সন্তোষ কুমার ঘোড়ই। তিনি প্রদীপ প্রজ্জ্বলনে মাধ্যমে সভার উদ্বোধন করেন । সভার শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন, শহীদ ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান, সংগঠনের পুরোধা পুরুষ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।এই সভায় জেলার তিনটি মহকুমা থেকে ১৩০ জন প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা প্রতিনিধি হিসেবে অংশ নেন। সভায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন জেলা সম্পাদক ভূপাল প্রসাদ চক্রবর্তী ও আয় ব্যয় এর হিসেব পেশ করেন জেলা কোষাধ্যক্ষ সুমন রায়। প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নিয়ে সাত জন প্রতিনিধি দীর্ঘ একঘন্টা আলোচনা করেন। প্রধান শিক্ষক দের বেতন বঞ্চনা, শিক্ষা বহির্ভূত কাজ থেকে মুক্তি, স্কুলগুলিতে শূন্যপদে স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগ, নৈশপ্রহরী নিয়োগ ,ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ইত্যাদি দাবি নিয়ে সকলে সরব হন। সভায় মূল্যবান বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি ড. হরিদাস ঘটক। সমগ্র সভার সভাপতিত্ব করেন জেলা সভাপতি ড. অমিতেশ চৌধুরী।

    এদিনের সভায় অবসরপ্রাপ্ত সাতজন প্রধান শিক্ষককে সম্বর্ধনা জ্ঞাপন এবং মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে স্থানাধিকারী নয় জন পরীক্ষার্থীকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয় । এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য জি.বি মেম্বার সুব্রত কুমার বুড়াই, জেলা সহ সম্পাদক ড .প্রসূন কুমার পড়িয়া, রামকৃষ্ণ পাল, প্রলয় সাঁতরা , রঞ্জিত দাস সহ আরো অনেক নেতৃবৃন্দ। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সহ- সম্পাদিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় ও অন্যতম সদস্য সূর্যকান্তি নন্দ।