|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : ভোটের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, নজরবন্দি করা হল অনুব্রত মণ্ডলকে । বুধবার বিকেল ৫টা থেকে আগামী ৩০ এপ্রিল সন্ধ্যা ৭টা পর্যন্ত বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নজরবন্দি রাখার নির্দেশ দিল কমিশন। অর্থাৎ শেষ দফা ভোট শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কমিশনের নজরেই থাকতে হবে।
তৃণমূলের অবশ্য অভিযোগ, নির্বাচন কমিশন গেরুয়া শিবিরের কথায় কাজ করছে। জানা গিয়েছে, কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তিনি। তাঁর কথায়, ‘এটা কমিশনের রুটিনমাফিক ডিউটি। শান্তিপূর্ণভাবেই ভোট হবে। খেলা হবে।’