|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার রক্ষার স্বার্থে, গণতান্ত্রিক অধিকার হরণ ও ধর্ম নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে কর্মসংস্থান, রুটি-রুজির লড়াই জোরদার করতে এবং আরো অনেক সামাজিক ও আর্থিক দাবী নিয়ে আওয়াজের গড়বেতা ১ নং ব্লক সংগঠনের উদ্যোগে মহমিছিল অনুষ্ঠিত হলো গড়বেতায়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক বর্ধমান রাজ কলেজে অধ্যাপক সাইদুল হক, গনতান্ত্রিক আন্দোলনের নেতা তরুণ রায়,তাপস সিনহা, আওয়াজ এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক সেখ আফসারুল হোসেন, চন্দ্রকোনা কলেজের অধ্যাপক আকবর আলি,গড়বেতা-১ নং ব্লক কমিটির আহ্বায়ক সরফরাজ খাঁন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। মিছিল শেষে গড়বেতা-১ নং বিডিও অফিসে বিডিওর নিকট ডেপুটশন দেওয়া হয়।