|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন জায়গায় রবিবার বিকেল থেকেই শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাত। এদিন সন্ধ্যা নাগাদ সুতি থানার কাশিম নগর এলাকায় বাজ পড়ে মৃত্যু হল দুই বালকের। এই খবর পেয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ সুতি থানার কাশিম নগর এলাকায়। মৃত ওই দুই বালক এর নাম মাসুদ শেখ বয়স (১১) এবং আকাশ শেখ বয়স (১০) বছর। দুজনেরই বাড়ি সুতি থানার কাশিম নগর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ। এলাকায় দুই বালক এর মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।