বালারুণ সাহিত্য পত্রিকা প্রকাশ

নিজস্ব সংবাদদাতা :বর্তমান প্রজন্ম যখন মুঠোফোনে নিজেদের অস্তিত্বকে নিমজ্জিত করে ভবিষ্যতকে ঠেলে দিচ্ছে অনিশ্চিয়তার দিকে তখনই পশ্চিম মেদিনীপুরের সংস্কৃতিমনস্ক কিশোর কিশোরীদের মধ্যে এক অভিনব উদ্যোগ দেখা গেল। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুরে তারা নিজেদের উদ্যোগে প্রকাশ করলো বালারুণ সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা।ভগৎ সিং এর ৯০ তম প্রয়াণ বর্ষে তাঁর আদর্শ কে পাথেয় করে শুরু হলো তাদের পথচলা। আনন্দপুরের “পাত্রভবন” কমিউনিটি হলে এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।এই উপলক্ষে একটি বসে আঁকো প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী ও অনুষ্ঠিত হয়।এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় প্রগ্রেসিভ কালচারাল একাডেমীর সদস্য ও ছোটোগল্পকার অনিন্দিতা জানা ও “বারুণ” সাহিত্য পত্রিকার সদস্য তনুশ্রী বেরা,”সৃজাম্যহম্”পত্রিকার সম্পাদক ও সাহিত্যিক বিপ্লব সরকার প্রমুখ। পত্রিকা সম্পাদকমন্ডলীর পক্ষে অরিজিৎ পাত্র জানান আগামী দিনে তারা পত্রিকাটি ষান্মাসিক পত্রিকা হিসেবে প্রকাশ করবেন ও নবীন প্রজন্মের কাছে একটি উন্মাদনা হিসেবে আরো সংস্কৃতির চর্চা চালিয়ে যেতে চান।