বঙ্গবন্ধু মুজিবর রহমানের শতবর্ষের ঢাকার অনুষ্ঠানে দোলন চাঁপার যোগদান।

লুতুব আলি, নতুন গতি :  মুজিব শতবর্ষে স্বাধীনতার স্পর্শে শেখ হাসিনার জয় বিশ্বের বিস্ময়। হৃদয়ে বঙ্গবন্ধু চেতনায় নজরুল…. এইসব থিমকে সামনে রেখে সমগ্র বাংলাদেশ ব্যাপী বর্ণময় অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকাতে সরকারি ও বেসরকারিভাবে মনোজ্ঞ অনুষ্ঠান গুলিতে মানুষের নজর কেড়েছে। এই অনুষ্ঠান গুলিতে আমন্ত্রণ পেয়েছিল চুরুলিয়ার দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের কর্ণধার কাজী নজরুল ইসলামের নাতনি, বিশিষ্ট সংগীত শিল্পী সোনালী কাজীর নেতৃত্বে দশজন শিল্পীর একটি দল ঢাকায় অনুষ্ঠান করে প্রশংসিত হন। ঢাকার বিমানবন্দরে পা রাখতেই দোলন চাঁপার শিল্পীদের অভ্যর্থনা জানান, বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ আন্তর্জাতিক পর্ষদের প্রধান সমন্বয়কারী আসলাম গনি ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক ড. শাহাদাত হোসেন নিপু, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের পক্ষে বিশিষ্ট কবি বাপ্পি রহমান, বিশিষ্ট আইনজীবী ও বাচিক শিল্পী শিমুল পারভিন প্রমুখ। দোলনচাঁপার দলটিতে ছিলেন সোনালী কাজী সহ কোহিনুর কাজী, শুক্তিকা গঙ্গোপাধ্যায়, সুচন্দ্রিতা চক্রবর্তী, আশিষ ঘোষ, রঞ্জনা কর্মকার, সুনন্দা রায় ঘটক, রবিউল আলম রবি, তাপসী ধর, রাইমা আলী। ঢাকার ইনডোর অনুষ্ঠানসহ আউটডোরে চলমান অনুষ্ঠানে র যে সমস্ত জায়গায় দোলনচাঁপা হাজির ছিল সেগুলি হল : নৈশ ভোজের সাহিত্য অনুষ্ঠানের আয়োজক : শহীদ রুমি স্মৃতি উপকমিটি, তিন বাংলা : ভারত, বাংলাদেশ ও প্রবাসী বাংলা। ঢাকায় অবস্থিত মালিবাগের টুইন টাওয়ারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান আয়োজক তিন বাংলার সংগঠক সালেম সুলেরি, মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু, শিশু সাহিত্যিক আসলাম সানি, ড. শিমুল পারভিন সহ দুই বাংলার বিশিষ্ট কবি ও শিল্পীগণ। ঢাকার বাংলা একাডেমীর নজরুল মঞ্চে মনোজ্ঞ আলোচনা স্বরচিত ছড়া পাঠ, কবিতা আবৃত্তি, সঙ্গীতা অনুষ্ঠান। এছাড়াও কাঁটাবন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ আয়োজিত পাঠক সমাবেশ, সাংস্কৃতিক সংগঠন প্রতিধ্বনির আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত নৃত্যকলা র অনুষ্ঠান : হৃদয়ে বঙ্গবন্ধু চেতনায় নজরুল। ধানমন্ডিস্থ কবি ভবন নজরুল ইনস্টিটিউটের অনুষ্ঠান। শ্রীপুর গাজীপুর বাঘের বাজার বিন্দু বাড়ি বেনুর ভিটা গমন চলমান অনুষ্ঠান। ভালুকায় অনুষ্ঠান। সোনালী কাজী বলেন, ঢাকার যে সমস্ত সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁদের আন্তরিকতা আমাদের সমৃদ্ধ করেছে, আমরা আপ্লুত। এখনকার বাংলাদেশ বঙ্গবন্ধু মুজিবর রহমান ও কাজী নজরুল ইসলাম এর দর্শনকে আপামর মানুষের মধ্যে ছড়িয়ে দিতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন।