|
---|
লুতুব আলি, নতুন গতি : অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন পালন ইংরেজি ক্যালেন্ডার মতে ও বাংলা ক্যালেন্ডার মতে পালন করা হয়। ১৮ সেপ্টেম্বর দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখায় দেউলটি স্টেশন সংলগ্ন সামতাবেরে শরৎচন্দ্রের বাসভবনে জন্মদিন মর্যাদার সঙ্গে পালন করল পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল। অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান ও স্বাগত ভাষণ দেন পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক চন্দ্রনাথ বসু। অনুষ্ঠানে পৌরহিত্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরী তাঁর প্রপৌত্র জয় চট্টোপাধ্যায়, মৌসুমী চট্টোপাধ্যায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমুল আলম, বাগনান ১ নং ব্লকের কর্মাধ্যক্ষ প্রণব সামন্ত, পৃথা গাঙ্গুলী, চিত্রশিল্পী সৈকত খাঁড়া প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত সকলকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বই, চারা গাছ, কলম ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে নিয়ে লেখা পত্রিকা সাহিত্য লোক তুলে দেওয়া হয়। চন্দ্রনাথ বসু বলেন, বছরের পর বছর দেউলটি স্টেশন মাস্টার মশাইকে ডেপুটেশন দেওয়া হচ্ছে এবং তার কোন সদুত্তর পাওয়া যাচ্ছে না। আমাদের দাবি অবিলম্বে এই দেউলটি স্টেশন কে শরৎচন্দ্রের নামে করতে হবে। এ ব্যাপারে আগামী ১৬ই জানুয়ারি দেউলটি স্টেশন অবরোধ করে কবিতা, গান করে প্রতিবাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।