পুরসভার চাকরির নিয়োগ পরীক্ষায় বাংলা ভাষা বাধ‍্যতামূলক করার দাবিতে Municipal Service Commission এর দপ্তরে বিক্ষোভ ও চেয়ারম্যানকে স্মারকলিপি জমা বাংলা পক্ষর

নিজস্ব সংবাদদাতা : মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে Sub- Assistant Engineer নিয়োগের যে প্রক্রিয়া বর্তমানে চলছে তাতে ইন্টারভিউতে ডাক পাওয়া চাকরিপ্রার্থীদের তালিকায় বহিরাগতদের সংখ্যা দেখে চক্ষু চড়কগাছ হবে বাঙালির। নিজের মাটিতেই রাজ্য সরকারি চাকরিতে বঞ্চিত বাঙালি।

    বাংলায় Municipal Service commission এর চাকরির পরীক্ষা শুধুমাত্র ইংরেজিতে হয়, বাংলায় হয় না। বাংলার মাটিতে রাজ্য সরকারি চাকরির পরীক্ষা বাংলা ভাষায় হয় না। বাংলায় ৮৬% মানুষ বাঙালি। বাংলা রাজ্য বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য৷ কিন্তু বাংলায় সরকারি চাকরির পরীক্ষা বাংলায় দেওয়ার সুযোগ নেই। অথচ সব রাজ্যে রাজ্য সরকারি চাকরিতে সেই রাজ্যের মূল ভাষার পেপার বাধ্যতামূলক থাকে। রাজ‍্যের মূল ভাষা বাধ‍্যতামূলক করার ফলে চাকরিতে ভূমিপুত্রদের অগ্রাধিকার নিশ্চিত হয়। 

    বাংলা পক্ষ সংগঠন Municipal Service commission এর পরীক্ষায় বাংলা ভাষা বাধ‍্যতামূলক করার দাবিতে গত বছর (২০২২) এর ২৬ শে ডিসেম্বর কমিশনের চেয়ারম‍্যানের কাছে ডেপুটেশন দেয়। কিন্তু কোন সদর্থক পদক্ষেপ না পাওয়ায় সংগঠনের পক্ষ থেকে পুনরায় ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচী হল, মৌলালিতে কমিশনের অফিসে।

    বাংলা পক্ষর সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ‍্যায় তথ‍্য সহ তুলে ধরেন, সাম্প্রতিক কলকাতা কর্পোরেশনের Sub Assistant Engineer এর পদের পরীক্ষায় অন‍্যরাজ‍্যের পরীক্ষার্থীদের সংখ‍্যাধিক‍্যের কথা। বাঙালি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারদের প্রতি এই বঞ্চনার বিরুদ্ধে তিনি সোচ্চার হন। তিনি বলেন ” আমাদের কাছে খবর আছে বাংলা বাধ‍্যতামূলকের ফাইল দীর্ঘদিন আটকে রেখেছে পৌর দপ্তরের উর্দুভাষী সচিব খলিল আহমেদ। অবিলম্বে এই ফাইলের বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন হবে বলে জানান তিনি। Yadav পদবীর কেউ বাংলায় ST কিভাবে হোন সে প্রশ্ন করতে হবে৷ আমরা FIR করবো। বাঙালি ছেলেমেয়েদের ভবিষ্যত এভাবে ধ্বংস করা যাবে না।”

     

    সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন, ” দশ মাস পেরিয়ে গেছে প্রথম ডেপুটেশনের, বাঙালি চাকরিপ্রার্থীদের ধৈর্যের বাঁধ ভাঙছে। পৌর পরিসেবা সরাসরি বাঙালি নাগরিকের সঙ্গে সম্পর্ক যুক্ত। বহিরাগতদের অবাধ প্রবেশের ফলে যেমন চাকরির সুযোগ কমছে, তেমনি পরিষেবার ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে। এটা চলতে পারে না। অবিলম্বে বাংলা ভাষার পরীক্ষা বাধ‍্যতামূলক করতে হবে।”

     

    এছাড়াও এদিনের বিক্ষোভ সভায় কলকাতা জেলার সম্পাদক অরিন্দম চ‍্যাটার্জী, উত্তর ২৪ পরগণা (শহরাঞ্চল) এর সম্পাদক পিন্টু রায় বক্তব‍্য রাখেন। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা গ্রামীন সাংগঠনিক জেলার সম্পাদক দেবাশীষ মজুমদারও।

     

    প্রতিবাদ সভার শেষে Municipal Service commission এর চেয়ারম‍্যান মাননীয় রজত কুমার বসুর সাথে গর্গ চট্টোপাধ‍্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল কথা বলে। আলোচনা সদর্থক হয়েছে বলে জানানো হয়। WBCS এর মতো এই গুরুত্বপূর্ণ পরীক্ষাতেও বাংলা বাধ‍্যতামূলক করাতে তারা সক্ষম হবেন বলে বাংলা পক্ষ নেতৃত্ব আশাবাদী।