|
---|
উত্তরবঙ্গ: এন জেপী থেকে বাংলাদেশের মধ্যে “মিতালি এক্সপ্রেস” ট্রেন চলবার সময়সূচি ঠিক করে দিল বাংলাদেশ সরকার।”মিতালি এক্সপ্রেস “বাংলাদেশ থেকে ছাড়বে প্রতি রবিবার এবং বুধবার রাত নটা চল্লিশ মিনিটে,এবং তা ভারতে এসে পৌছবে পরদিন সকাল সাড়ে সাতটা নাগাদ।আবার এন জেপী থেকে এই “মিতালি এক্সপ্রেস” ছাড়বে প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার সময়।খবর পাওয়া গেছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ট্রেনের জন্য টিকিট বিক্রি করবার তারিখ ও ঠিক হবার তোড়জোড় শুরু হয়ে গেছে।জানা গেছে যেদিন থেকে ট্রেন ছাড়বে তার ঠিক পনেরো দিন আগের থেকে টিকিট দেওয়া হবে।
অন্যদিকে এনজেপী রেলের পক্ষ থেকে এখনো কোন নির্দিষ্ট তারিখ ঠিক করা হয় নি।বাংলাদেশ সরকারের সাথে এই ব্যাপারে কথা বলবার আগে নিজেরা একবার আলোচনায় বসতে চায় তারা বলে খবর পাওয়া গেছে।এদিকে এই ট্রেন চালু হচ্ছে এই খবর পাওয়ার পরে বহু মানুষ এনজেপী ষ্টেশনে টিকিটের জন্য ভীড় করতে শুরু করেছেন।তবে এনজেপী রেলের তরফ থেকে এখনো কিছু ঘোষনা না হবার কারনে হতাশ তারা বলে খবরে জানা গেছে।