বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ে পরিবহন ওয়েলফেয়ার সমিতির ২৭ তম বার্ষিক সম্মেলন

আর এ মণ্ডল : সম্প্রতি বি ডি আর আর পরিবহন ওয়েলফেয়ার সমিতির সম্মেলনটি ২৬ জানুয়ারি ২০২৪-এ শুক্রবার পূর্ব বর্ধমান জেলার বেরুগ্রাম রেলস্টেশনের অনীত দূরে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হল। কমিটির নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় বাৎসরিক সভাটি সংগঠিত হয়। সেহারাবাজার শাখার উল্লেখযোগ্য ভূমিকার সাথে সহযোগিতা করে আনগুনা-দেরিয়াপুর শাখা।সংগঠনের দীর্ঘ আন্দোলনের ফলস্বরূপ বন্ধ হয়ে যাওয়া ন্যারোগেজ রেল লাইনটি ব্রডগেজ এ পরিণত হয়ে বৈদ্যুতিক ট্রেন মশাগ্রাম পর্যন্ত চালু হয়েছে। এখন এই সম্মেলন থেকে মূল দাবি করা হয় অতিসত্বর বর্ধমান-হাওড়া মশাগ্রাম কর্ড লাইনে যেন সত্বর সংযুক্তি করণ হয়। উল্লেখ্য যে, ভারতীয় রেলপথের এটি ছিল দীর্ঘতম ন্যারোগেজ রেললাইন।ষ্টেশন এলাকার গ্রামগুলির মানুষদের নিয়ে এই সংগঠনটি গঠিত হয়। বাঁকুড়া থেকে মশাগ্রাম কর্ড লাইন সংযুক্তি মাধ্যমে যাহাতে সরাসরি হাওড়া যাওয়া যায়। এছাড়াও যাত্রীদের সুবিধার্থে সময় সূচীর পরিবর্তন এবং ১২ কামরা ট্রেনের উপযুক্ত প্লাটফর্ম আবশ্যক। বোঁয়াইচণ্ডী-আরামবাগ/খানাজংশন,ছাতনা-মুকুটমণিপুর,বেলিয়াতোড়-দুর্গাপুর রেল পথের কাজ শুরু করতে হবে।সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সমিতির সম্পাদক সুপ্রকাশ সামন্ত জানান যে, স্থানীয় সাংসদ এবং বিধায়কগণের নিকট থেকেও যথেষ্ট সহযোগিতা পাওয়া যায়।এই সম্মেলন ২৭ তম হলেও সমিতির বয়স ৩২ বছর। বিভিন্ন শাখার পদাধিকারগণ ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন,বক্তব্যও রাখেন। সভা থেকে কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রয়াত প্রভাত রঞ্জন গোস্বামী, ও সাংসদ বাসুদেব আচারিয়ার আত্মার শান্তি কামনা করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদক সুপ্রকাশ সামন্ত, কোষাধ্যক্ষ গৌতম কুমার সেন এবং সহ সভাপতি তৃপ্তি কণা চ্যাটার্জি।
সেহারাবাজার শাখার ব্যবস্থাপনায় এবং স্থানীয়দের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।