বর্ধমানে বাংলার গর্ব মমতা শীর্ষকে কর্মী সম্মেলন

নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের বাদাম তলায় বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক পরিষেবা কেন্দ্রে ‘বাংলার গর্ব মমতা’ শীর্ষক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তিনি কর্মীদের সংবিধানের প্রস্তাবনা পাঠ করান। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সম্মেলনে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গর্ব তা ব্যাখ্যা করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক খোকন দাশ ও কাঞ্চন কাজী, বহু কাউন্সিলর, স্থানীয় নেতৃবৃন্দ। তৃণমূল নেতা কাঞ্চন কাজী জানান, তিনটি পর্যায়ে এই কর্মসূচি চলবে ৭৫ দিন ধরে। কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা খোকন দাশ বলেন, দেশের জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গৌরবে বাংলা আজ গর্বিত। কাঞ্চন কাজী বলেন, বাংলা আজ দেশকে পথ দেখাচ্ছে। বাংলাকে এই গর্ব এনে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলাবাহুল্য, নির্বাচনের মুখে এই কর্মসূচি তৃণমূলের কর্মী সমর্থকদের উজ্জীবিত করবে বলে দলীয় নেতৃত্বের আশা। স্থানীয় মানুষ- জনের ধারণা, বিরোধী দলগুলিকে বহু পিছনে ফেলে অনেক এগিয়ে রয়েছে তৃণমূল ই। এদিনের কর্মী সম্মেলনে কর্মীদের মধ্যেও সেই প্রত্যয় দেখা গেল।