বাড়ি বন্দক রেখে চম্পট দিয়েছে স্বামী ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য মেমারির রসুলপুরে

নূর আহমেদ : ১১ জানুয়ারি, মেমারী থানার অন্তর্গত রসুলপুর বাজারের হাজি মার্কেট সংলগ্ন তানিয়া জুয়েলার্স দোকান কে কেন্দ্র করে। এদিন রসুলপুরে তার দোকান বলে দাবী করা অপর্ণা সিংহ রায় বলেন, হাবিব মোল্লা প্রায় ৮ বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তার সাথে এবং দুজনের নামে কেনা হয়েছিলো দোকান, দীর্ঘ কিছুদিন যাবত স্বামী স্ত্রীর মধ্যে নানান সময় নানান রকম অশান্তি হয় এবং তারপরেই স্বামী হাবিব মোল্লা বউকে কিছু না জানিয়ে জাল কাগজপত্র তৈরি করে অন্যজনকে দোকানটি বিক্রি করে দেয় এমনই অভিযোগ হাবিব মোল্লার স্ত্রী বলে দাবী করা অপর্ণা সিংহ রায় । এছাড়াও অপর্ণা সিংহ রায় অভিযোগ করেন তাদের দুজনের বাড়ি বন্ধক রেখে ১৪ লাখ টাকা লোন তোলা হয় এবং শোধ না করে তাকে ফেলে চম্পট দেয় তার স্বামী হাবিব মোল্লা । জানা গেছে হাবিব মোল্লার আগেও যে একটা বিয়ে ছিলো এখন দ্বিতীয় পক্ষের স্ত্রীকে ফেলে প্রথম পক্ষের স্ত্রী সঙ্গে ঘর বেঁধেছে সে।

    জানা যায়, এ বিষয়ে অপর্ণা সিংহ রায় ১৯ ডিসেম্বর ২০২৩ মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। সংবাদমাধ্যমের কাছে তিনি তার বিবাহের রেজিস্ট্রি সার্টিফিকেট দেখান। জানা যায় গত ১ অগাষ্ট ২০১৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুজনে।

    এ ব্যপারে হাবিব মোল্লা জানান সমস্ত অভিযোগ মিথ্যা। অপর্ণা সিংহ রায় নিজের স্বামী কে ছেড়ে দেওয়ার পর তার কাছে সহানুভূতি আদায় করে। তিনি কিছু সাহায্য করেছিলেন কিন্তু বিবাহ সার্টিফিকেট জাল ও দোকান শুধু মাত্র তার নিজের নামে আছে। এ ব্যপারে তিনি আইনের দ্বারস্থ হবেন। তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

    এদিকে যে দোকানকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। সেই মার্কেটের সেক্রেটারী বলেন যে আমারা দেখে আসছি দোকান টা দুজেনর নামই আছে। তারা স্বামী-স্ত্রী হিসাবেই থাকতো। মাঝে মাঝে অশান্তি হয়, যেমন স্বামী-স্ত্রীতে হয় কিন্তু অপর্ণা সিংহ রায়ের স্বামী হাবিব মোল্লা যদি তাকে না জানিয়ে দোকান বিক্রি করে দেন সেটা ঠিক করেননি।

    জানা যাচ্ছে অপর্ণা সিংহ রায় ও হাবিব মোল্লা দুজনের এটা দ্বিতীয় বিয়ে এবংউভয় পক্ষের স্বামী ও স্ত্রী বর্তমান এবং দুজনের স্বাবালক ছেলে ও মেয়ে আছে।