বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিবেক জয়ন্তী পালন

সেখ সামসুদ্দিন, ১২ জানুয়ারিঃ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে মেমারি শহর সহ বিভিন্ন এলাকায় ভোর থেকে শুরু হয়েছে নানান অনুষ্ঠান। মেমারি পারিজাত নগর বটতলা বাজার সংলগ্ন মাঠে এলাকার সংস্কৃতিপ্রিয় ব্যক্তিবর্গের চেষ্টায় বিবেক জয়ন্তী উৎসব আয়োজিত হয়। এই উৎসব উপলক্ষে সকাল সাড়ে ছটায় মশাল দৌড় করে মেমারি চকদিঘী মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ দিয়ে অনুষ্ঠানস্থলে ফিরে যায়। তারপর স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান, এলাকায় বাইক র‍্যালি করা হয়। এরপরে দুইদিনব্যাপী অনুষ্ঠান, সকাল দশটায় ক্রীড়া প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, স্বামীজি সম্পর্কে আলোচনা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা সাতটায় একাঙ্ক নাটক ‘বঙ্গলক্ষ্মী’, রাত আটটায় সারা বাংলা নকআউট ব্যাডমিন্টন প্রতিযোগিতা এবং আগামীকাল মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ, পুরস্কার বিতরণ, শীতবস্ত্র প্রদান, একাঙ্ক নাটক, সৃজনশীল নৃত্য ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরদিকে মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সকাল আটটায় মেমারী চকদিঘী মোড়ে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন শহর সভাপতি স্বপন ঘোষাল। উপস্থিত ছিলেন সকল ওয়ার্ডের সভাপতি সহ শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

    সকাল ৯ টায় মেমারি ১ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির অফিসে স্বামীজীর ছবিতে মাল্যদান করেন শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক।