আয়ুব আলি : উওর২৪পরগনা জেলায় অশোকনগর থানার বিড়া- বালিসা এম এম মডেল একাডেমী ফর গার্লস এ বিশ্ব নবী দিবস উপলক্ষে আয়োজিত হয় মিলাদ মাহফিল অনুষ্ঠানে র মিশনের ছাত্রী রা ছাড়াও উপস্থিত ছিলেন মিশনের ডিরেক্টর হাসিবুর রহমান,জাতীয় শিক্ষক খতিবুর রহমান,সহ বিশিষ্ট বর্গ।