|
---|
নিজস্ব সংবাদদাতা : টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে বারবার আঙুল তোলে বিজেপি। সেই একই অভিযোগে এবার তাদের দিকেও উঠছে আঙুল। কাঠগড়ায় বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আর এই অভিযোগে কোতুলপুরে স্থানীয় যুবকদের বিক্ষোভের মুখে সাংসদ। অভিযোগের মুখে পালটা শাসকদলকে নিশানা সৌমিত্রর।সোমবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কোতুলপুরের লাউগ্রামের দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। মিলমোড় সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন জড়ো হন। বিজেপি সাংসদকে দেখামাত্রই ‘চোর’ স্লোগান দিতে থাকেন। ‘চোর হঠাও, দেশ বাঁচাও’ বলেও চিৎকার করতে থাকেন বিক্ষোভকারীরা। চাকরি দেওয়ার নামে নেওয়া টাকা ফেরতের দাবিও জানান বিক্ষোভকারীরা।স্থানীয় আমদহি গ্রামের বাসিন্দা দীপক গায়েনের দাবি, ২০১৫ সালে চাকরি পাওয়ার আশায় বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে ৭ লক্ষ টাকা দেন। এক লক্ষ টাকা ফেরত দিয়েছেন সাংসদ। বাকি ৬ লক্ষ টাকা ফেরত দেননি। চাকরিও দেননি বলেই অভিযোগ। স্থানীয় আরেক ব্যক্তির দাবি, সাংসদকে হাত তুলে দাঁড় করানোর চেষ্টা করা হয়। তবে তিনি দাঁড়াননি। গরু-ছাগলের মতো ব্যবহার করেছেন বলেই দাবি তাঁর।সাংসদের নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে পরিস্থিতি সামাল দেন। ঘটনাস্থলে পৌঁছয় কোতুলপুর থানার পুলিশও। পরে অবশ্য সাংসদের গাড়ি গন্তব্যস্থলের দিকে রওনা হয়। অভিযোগ অস্বীকার করেন সাংসদ সৌমিত্র খাঁ। বলেন, “এসব করেই ওরা পঞ্চায়েত ভোটে জিতেছে। তবে সৌমিত্র খাঁ’র রাস্তা আটকানো যায় না। তৃণমূলের গুন্ডাদের বলব এসব বাঁদরামি করে লাভ নেই।”