|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: সোমবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কালকে আমার কাছে একটা মেসেজ এসেছে, ভোটের আগে অভিষেককে গ্রেপ্তার করা হবে।” তবে কে মেসেজ করেছেন, তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, “অনেক সরকার দেখেছি, কিন্তু এরকম প্রতিহিংসা পরায়ণ সরকার দেখিনি।”
তবে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তাঁর কটাক্ষ, “আমার পদবী মোদি নয়, চোকসি নয়, মালিয়া নয়। আমার পদবী বন্দ্যোপাধ্যায়। নাম অভিষেক। আমরা মাথা তুলে লড়াই করতে জানি। বশ্যতা স্বীকার করি না।” ভুল খবর ছড়ানোর অভিযোগে সংবাদমাধ্যমের একাংশকেও কাঠগড়ায় তুলেছেন তিনি। শুধু তাই নয়, নিশানা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও। এদিনের মঞ্চ থেকে ইন্ডিয়া জোটের পক্ষেও স্লোগান তোলেন তিনি। অভিষেকের স্লোগান, ‘জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা।’ শুধু গোটা দেশ নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেও ইন্ডিয়া জোটের জয়ের ডাক দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শেষে তাঁর হুঙ্কার, “নেত্রীর কেশাগ্র ছোঁয়ার আগে আমাদের উপর দিয়ে যেতে হবে। বশ্যতা স্বীকার করব না। লড়াই হবে।”