বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার ব্যবস্থাপনায় আশির্বাদ ভিলাতে রক্তদান শিবির ও দুঃস্থ অসহায়দের বস্ত্র বিতরণ

বাইজিদ মণ্ডল মগরাহাট:- মায়ের চোখের অশ্রু পারেনা,সন্তানের জীবন বাঁচাতে।কিন্তু আপনার রক্তে পারবে,একটু জীবন বাঁচাতে। এই আদর্শকে সামনে রেখে আজ মগরাহাট পশ্চিম বিধান সভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার ব্যবস্থাপনায়,পিপলস ব্লাড ব্যাংক এর উদ্যোগে উস্থী বিধায়ক জনসংযোগ কার্যালয় আশির্বাদ ভিলাতে মানব সেবার্থে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী পরিবহন দপ্তর দিলীপ মণ্ডল। এছাড়াও উপস্তিত ছিলেন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী,বিধায়ক যগরঞ্জন হালদার কুল্পি, বাপি হালদার কর্মাধ্যক্ষ খাদ্য দপ্তর দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ,মুজিবর রহমান মোল্লা অধ্যক্ষ দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ,সঙ্গীতা হালদার সভানেত্রী এস সি, ও বি সি সেল সুন্দরবন জেলা ,নুর খাতুন বিবি সরদার সদস্যা জেলা পরিষদ, তন্দ্রা পুরকাইত জেলা পরিষদের সদস্যা, নাজবুল দপ্তরী যুব কার্যকরী সভাপতি মগরাহাট পশ্চিম ব্লক,যুব নেতা সাবিরুদ্দিন পুরকাইত এছাড়াও উপস্তিত ছিলেন মগরাহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য ও সদস্যা, কর্মাধ্যক্ষ এবং গ্রাম পঞ্চায়েত এর প্রধান, উপপ্রধান ও সকল সদস্য তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থক প্রমুখ। জানাযায় এখানে প্রায় ২৫০ জন পুরুষ ও মহিলা রক্তদান করেন। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে এখানে দুঃস্থ অসহায়দের মাঝে বস্ত্র বিতরণও করা হয়। এমন উদ্যোগ খুশি এলাকার মানুষ।