|
---|
খান আরশাদ, বীরভূম: রাজনগর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে রাজনগরের চন্দ্রপুরে আয়োজিত হল রক্তদান শিবির। এই করোনা আবহে রক্তের ঘাটতি মেটাতে এবং রক্তদান জীবন দান এই উদ্দেশ্যে ব্রতী হয়ে তৃণমূলের তরফে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তৃণমূলের তরফে প্রায় ৬০ জন পুরুষ ও মহিলা এদিন রক্তদান করেন এই শিবিরে। উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী, ব্লক চেয়ারপারসন সুকুমার সাধু, সভাপতি সৌমিত্র সিংহ, সভানেত্রী চৈতালি সিংহ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।