|
---|
আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ: ধর্মের বেড়াজাল থেকে বেরিয়ে সর্বধর্ম সমন্বয়ে এক ছাদের তলায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। একদিকে বিজেপি সরকার ধর্মের রাজনীতি করে একে অপরের সাথে বিভাজন করতে ব্যস্ত আছে আর একদিকে সব ধর্ম মিলে একত্রিত ভাবে থাকার যাবতীয় কার্যকলাপ প্রকাশ করছে। গতকাল মুর্শিদাবাদ জেলার বহরমপুর একই ছাদের তলায় ৬ টা ধর্মের নেতৃবৃন্দ ও মানুষদের নিয়ে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।
গতকাল মঙ্গলবার মুর্শিদাবাদ সম্প্রতি মঞ্চের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এক সর্বধর্ম সমন্বয়ে রক্তদান শিবির, বহরমপুর সেন্ট জন চার্চে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। প্রায় ৬ টা ধর্মের ১০০ ব্যক্তি রক্তদান করেন এদিন। প্রথমে সকলকে নিয়ে একটি খোলা মাঠে অনুষ্ঠান করে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানের নেতৃবৃন্দরা বলেন – সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্যই আমাদের এই সম্প্রতি মঞ্চ যেখানে প্রায় ৬ টা ধর্মের নেতৃবৃন্দ নিয়ে গঠিত, আমরা মুর্শিদাবাদ বাসি আগেও একত্রিত ভাবে থাকতাম আগেও থাকবো। আমরা এই কারণেই এক জায়গায় এই রক্তদান সুবীর অনুষ্ঠিত করছি কেনো সকল ধর্মের অনুসারীদের রক্ত এক সাথে নিতে পারি, যেখানে কোনো বিভাজন থাকবে না। আমরা এই সম্প্রীতির মঞ্চ শুধু মুর্শিদাবাদ নয় পুরো দেশে ছড়িয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো।
এদিন বহরমপুরের সেন্ট্ জনস্ চার্চে অনুষ্ঠিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন – পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া মুর্শিদাবাদ জেলা সভাপতি মাসুদুল ইসলাম মহাশয়। হিন্দু সম্প্রদায় থেকে মুর্শিদাবাদ জেলার রাধামাধব মন্দিরের প্রধান পুরোহিত বিশ্বজিৎ রায়(মিঠু) মহাশয়, শিখ সম্প্রদায় থেকে মুর্শিদাবাদ জেলার প্রধান গুরু ধরমজিৎ সিং মহাশয়, খ্রিস্টান সম্প্রদায় থেকে মুর্শিদাবাদ জেলার প্রধান ফাদার অরজিৎ হালদার মহাশয়, মুসলিম সম্প্রদায় থেকে মুর্শিদাবাদ জেলা ইমাম প্রতিনিধি নিজামুদ্দিন বিশ্বাস । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক শ্রী জগদীশ প্রসাদ মিনা, মুর্শিদাবাদ পুলিশ সুপার শ্রী কে সবরী রাজকুমার, মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস এছাড়াও উপস্থিতি ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।