|
---|
নিজস্ব প্রতিনিধি, মালদা, ৫ সেপ্টেম্বর : ইন্টারনেট সোশ্যাল মিডিয়া কম্পিউটারের যুগেও নিত্য সঙ্গী বই। পরপর দুইবার মালদা জেলায় শ্রেষ্ঠ পাঠকের সম্মান অর্জন করলো বই প্রেমী সৌম্যদীপ বসাক। বর্তমানে ছাত্রছাত্রী তথা সাধারণমানুষ ক্রমশই বই পড়া ভুলে গিয়ে মোবাইলে আসক্তি বাড়ছে। কিন্তু মঙ্গল বাড়ির বাসিন্দা মোবাইল কম্পিউটার ইন্টারনেট নয় একেবারেই বইমুখি থেকে দৃষ্টান্ত স্হাপন করেছে এই ছাত্র সৌম্যদীপ বসাক। পড়াশোনার পাশাপাশি প্রতি দিন গ্রন্থাগারে যায়। পর পর দুই বছর জেলায় সেরা পাঠকের স্বীকৃতির পুরস্কার পেয়ে আনন্দিত সে । গত ৬ বছর ধরে স্থানীয় ওল্ড মালদা বাণী ভবন টাউন লাইব্রেরি যায়। প্রতি দিন সময় করে ২/৩ ঘন্টা করে বই পড়ে । বিভিন্ন ধরণের গোয়েন্দা গল্প বই ও ইতিহাসের বই পড়তে ভালো লাগে সৌম্যদীপের।
তবে তার পাশাপাশি নানা ধরনের বাংলা ও ইংরেজি উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, কবিতার বই পড়েছে । বিভিন্ন বই ও খবরের কাগজ পড়ে সে । পুরাতন মালদা কালাচাঁদ উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র । গতবারও সেরা পাঠক হয়েছিলো সৌম্যদীপ । এবছরও কলকাতার নজরুল মঞ্চে সৌম্যদীপকে শ্রেষ্ঠ পুরস্কৃত করা হয়েছে । গত ৩১ অগাস্ট কলকাতার নজরুল মঞ্চে জেলার এই কৃতি বইপ্রমী সৌম্যদীপের হাতে উপহার স্বরূপ স্মারকলিপি শংশাপত্র একাধিক বই ও মিষ্টি উপহার দেওয়া হয় ।পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা ও গ্রন্থকার পরিষেবা বিভাগ এই পুরস্কার টি তুলে দেন। সৌম্যদীপ বসাক শুধু বই পড়ে না পড়াশোনা ও গল্পের পাশাপাশি কবিতা ও ছোট গল্প লেখে। ইংরেজি বাংলা দুটি ভাষাতে কবিতা লেখতে পারদর্শী সে । সৌম্যদীপের ইচ্ছে সে বড় হয়ে অধ্যাপক হবে । এবং মোবাইল ইন্টারনেট নয় বই পড়া ও লেখার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করবে ।বাবা সৌমেন বসাক মালদা জেলার প্রক্ষাত গীটারশিল্পী। বাবা হিসেবে ছেলেকে নিয়ে গর্বিত সৌমেন বসাক। সৌমেন বসাক জানান বর্তমান সমাজে যুবসমাজের মোবাইলের প্রতি চরম আসক্তি বাড়ছে । আমার ছেলে মোবাইলের প্রতি কোন আসক্তি নায় ।ছোট থেকে ই সৌম বইপ্রম ওল্ড মালদা বানী ভবন টাউন লাইইব্ররীর লাইব্রেরিয়ান জানিয়েছেন সৌম্যদীপ খুব ভালো ছেলে।বই অন্ত প্রান। প্রতি দিন লাইব্রেরিতে আসে । পর পর ওর এই পুরস্কার আমাদের লাইব্রেরির মান সম্মান অনেক বৃদ্ধি করেছে ।