|
---|
শেখ আরেফুল,তমলুক: গত সোমবার সন্ধ্যা ৭ টা নাগাত চন্ডীপুরের কালিকাখালির ছেলেটি নিঁখোজ বলে জানা যায় ৷ কিন্তু ঘটনাটি নিঁখোজ ঠিকই কিন্তু ইচ্ছাকৃতভাবে মৃত্যু ৷মৃত ব্যাক্তির নাম সূর্যদীপ সাঁতরা (২৩) ৷ আজ সকাল ১০ নাগাত মৃত যুবকটির দেহ উদ্ধার হয় নিজের গ্রাম নিবেদিতা সন্ত্রায় ৷ খবরসূত্রে আমাদের প্রতিনিধি শেখ আরেফুলকে অভিজিৎ দাস জানান যে , ছেলেটির মৃত্যুর কারন প্রেমে মগ্ন থাকায় ৷স্থানীয় পুলিশ সূত্রে খবর ছেলেটিকে নিজের প্রেমিকা ও একটি ট্রাফিক পুলিশ দিয়ে ছিলেটিকে মারা হয়েছে গত সোমবার রাতে ৷ উদ্ধার দেহটিকে ময়না তদন্তে পাঠানো হয়েছে ৷