|
---|
নিজস্ব প্রতিবেদক:- রাত ভোর চলছিল জুয়ার ঠেক। ভোর নাগাদ জুয়াকে খেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিবাদ শুরু হয়। তারপরেই চলে গুলি। গুলিবিদ্ধ হয় এক ব্যাক্তি। অভিযুক্তকে বেধড়ক মারধর করে অনান্যরা। বৃহস্পতিবার ভোরে মালদা শহরের মহেশমাটি এলাকায় ঘটনাটি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও জুয়া খেলাকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনা অস্বীকার করছেন স্থানীয়রা। এলাকার বাসিন্দাদের দাবি হঠাৎ করে এসে ওই দুষ্কৃতী গুলি চালায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যাক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এখনও শরীরের ভেতরে গুলি রয়েছে। মালদা মেডিকেলের চিকিৎসকরা তাকে কলকাতা রেফার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যাক্তির নাম আসগার শেখ (৩৭)। পেশায় মাংস ব্যবসায়ী। বাড়ি মালদা শহরের মহেশমাটি এলাকায়। জানা গেছে বুধবার গভীর রাত থেকে মালদা শহরের মহেশমাটি এলাকায় জুয়ার আসর বসেছিল। প্রায় নিয়মিত মহেশমাটি এলাকায় গোপন ডেরায় জুয়ার ঠেক বসে। এলাকার কিছু যুবক সেখানে জুয়া খেলতে হাজির হয়।ঈদ উপলক্ষে মহেশমাটি এলাকায় একটি মঞ্চ তৈরি করা হয়েছে। গভীর রাত পর্যন্ত মঞ্চের আশেপাশে চলছিল জুয়ার আসর। রাতভর সেখানে বেশ কয়েকজন স্থানীয় যুবক জুয়া খেলছিল। বৃহস্পতিবার ভোর নাগাদ তাদের মধ্যে বিবাদ শুরু হয়। বিবাদ প্রথম দফায় মিটে যাওয়ার পরে অভিযুক্ত যুবক বাড়ি গিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে আসে। আসগর শেখের ওপর হামলা চালায়। অভিযুক্ত যুবক আসগর শেখের পিঠে ঠেকিয়ে এক রাউন্ড গুলি চালায়। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যান্যরা অভিযুক্তকে হাতেনাতে ধরে বেধড়ক মারধর করে। তারপর সেখান থেকে পালিয়ে যাচ্ছে। রক্তাক্ত অবস্থায় জখম ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ফায়ার করা বন্দুকের গুলির খোল উদ্ধার করে। বর্তমানে ঘটনাস্থলের মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক। ইতিমধ্যে তার খোঁজে শহরজুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে পুলিশের। গুলিবিদ্ধ আসগর শেখের পিঠের অনেকটাই ভেতরে ঢুকে রয়েছে। মালদা মেডিকেল অস্ত্রোপচার সম্ভব নয়। তাই তাকে কলকাতা রেফার করা হয়েছে। যদিও এলাকায় জুয়া খেলা নিয়ে মন্তব্য করতে রাজি হননি স্থানীয়। এলাকার প্রাক্তন কাউন্সিলার আশিস কুন্ডু বলেন, মহেশমাটি এলাকার এক ব্যক্তিকে হঠাৎ এক জন দুষ্কৃতী গুলি করে পালিয়ে যায়। কি কারনে গুলি করেছে তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করলে সমস্ত বিষয় জানা যাবে।