|
---|
দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: প্রায় ছ’ঘণ্টা জেরার পর কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়ি থেকে বেরিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা।
রবিবার মদনের ভবানীপুর এবং দক্ষিণেশ্বরের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। দুপুর আড়াইটে থেকে পৌনে তিনটের মধ্যে আধিকারিকরা বেরিয়ে যান।
রবিবার সকালে হঠাৎই কামারহাটির তৃণমূল বিধায়কের ভবানীপুরের বাড়িতে হানা দেয় সিবিআই। উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনী। মদন মিত্র ভবানীপুরের বাড়িতেই ছিলেন। গোটা বাড়ি ঘিরে রেখেছিল কেন্দ্রীয় বাহিনী। পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা।