|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: ১৪৪ ধারা উপেক্ষা করে রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধরনা কীভাবে? প্রশ্ন তুলে মুখ্যসচিবকে কড়া চিঠি লিখতে চলেছে রাজভবন। এমনটাই খবর রাজভবন সূত্রে।
অভিষেকের ধরনার প্রথম দিনই শুভেন্দু অধিকারী টুইট করে প্রশ্ন তোলেন,”রাজভবনের ১৫০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকার কথা। কিন্তু তৃণমূলের প্রতিনিধিরা শুধু যে মিছিল করে রাজভবন পর্যন্ত পৌঁছে গিয়েছে তাই নয়, সেখানে ধরনাও করছে।” কলকাতায় ফিরে সেই একই প্রশ্নে নবান্নকে বিদ্ধ করতে পারেন খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোসই। শোনা যাচ্ছে, রাজভবনের তরফে কড়া চিঠি লেখা হচ্ছে মুখ্যসচিবকে। ১৪৪ ধারা উপেক্ষা করে কীভাবে অভিষেকদের ধরনা, সেই প্রশ্ন তোলার পাশাপাশি আরও দুটো বিষয়ে ওই চিঠিতে আলোকপাত করা হবে।