চাঁচল-আশাপুর রাজ্য সড়কের দুটি ব্রীজের গোড়ায় ভূমি শূন্য, দুর্ঘটনার আশঙ্কা

চাঁচল-আশাপুর রাজ্য সড়কের দুটি ব্রীজের গোড়ায় ভূমি শূন্য, দুর্ঘটনার আশঙ্কা

    উজির আলী, নতুন গতি,চাঁচল:চাঁচল আশাপুর রাজ্য সড়কের মহারাজ ব্রীজের আশাপুর অভিমুখে বাঁ দিকের গোড়ায় শূন্য ভূমি অবস্থান করেছে। এবং পৌড়িয়া ব্রীজের চাঁচল অভিমুখে বাঁ দিকের গোড়ায় শূন্য রেলিং লক্ষ্য করা গেছে।বাসিন্দারা জানায় চরম ঝুকি নিয়ে চলছে যানবাহন। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুঘর্টনা।সরেজমিনে গিয়ে দেখা যায়,দুটি ব্রীজের করুন অবস্থা। 

    উল্লেখ্য, এই দুটি ব্রীজ পাড় হয়ে উঃ-দঃ দিনাজপুর,রায়গঞ্জ সহ কলকাতা শহরে যাওয়ার জন্য যাত্রীবাহী বাস,পণ্যবাহী সহ ক্ষুদ্র যানবাহন গুলি যাতায়াত করে থাকে। ইতি মধ্যেই রাজ্য সড়কটির দুধারে জঞ্জাল পরিষ্কার কাজ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

    স্থানীয়রা জানিয়েছেন, পৌড়িয়া ব্রীজের বাঁ দিকের গোড়ায় দাড়িয়ে দেখলে যেন কূপের মতো স্তুপ দেখা যায়। যাত্রীদের দৃষ্টিতে পরলে যেন মরন ফাদ। একই অবস্থা কলিগ্রামের মহারাজ ব্রীজটির।
    বাসিন্দারা জানান, সড়কটি দিয়ে প্রতিনিয়ত গাড়ী চলাচল করে। এতে যে কোনো সময় দুঘর্টনা ঘটতে পারে বলে আশঙ্কা একাংশের। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত নির্মানের দাবী জানিয়েছেন বাসিন্দারা।