আমডাঙার চন্ডিগড়ে বিরল প্রজাতির প্রাণী ঘিরে চাঞ্চল্য !

মহঃ মফিজুর রহমান, আমডাঙা, নতুন গতি : বিরল প্রজাতির প্রাণী উদ্ধার হল উত্তর ২৪ পরগণার অন্তর্গত আমডাঙার চন্ডিগড় গ্রামে। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিরল প্রজাতির প্রাণীটিকে কিছুটা অসুস্থ অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই প্রাণীটিকে দেখতে ভিড় জমান গ্রামবাসীরা।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে চন্ডিগড় গ্রামের ভিতরে এই বিরল প্রাণীটিকে স্থানীয় কয়েকজন অসুস্থ অবস্থায় দেখতে পান। বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়তেই অচেনা প্রাণীটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা।

    ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় তৃণমূল নেতা তথা চন্ডিগড় গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তাপস কুমার ঢালী। আমডাঙার বিডিও সৌমেন বণিকও বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান।

    খবর দেওয়া হয় জেলা বন দপ্তরকে। স্থানীয় তৃণমূল নেতা তাপস কুমার ঢালী এবং বিডিও-র সহযোগিতায় প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান জেলা বন বিভাগের কর্মীরা। প্রাণীটিকে অক্ষত অবস্থায় বন বিভাগের হাতে তুলে দিতে পেরে খুশি তাপসবাবু।

    তিনি বলেন, স্থানীয় লোকজন এবিষয়ে যথেষ্ঠ সজাগ ও সচেতন। আমরা কেউই প্রাণীটির ক্ষতি চায়নি। তাড়াতাড়ি প্রাণীটিকে বন বিভাগের হাতে তুলে দিতে পেরে খুব ভাল লাগছে। জেলা বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধারকৃত বিরল প্রজাতির প্রাণীটির নাম গন্ধগোকুল। বনকর্মীদের ধারণা, শনিবার রাতে ঝড়ে গাছ থেকে পড়ে গিয়ে জখম হয় প্রাণীটি।