|
---|
নিজস্ব সংবাদদাতা : বেশ কয়েকদিন আগে চাষের জমি থেকে গলার নলিকাটা দেহ উদ্ধার হয়েছিল এক বধূর। খুনের কিনারা করতে তৎপর হয়ে উঠে ছিল চন্দ্রকোণা পুলিশ (Chandrakona Arrest) । অবশেষে মূল অভিযুক্তকে খুঁজে বের করল তারা। ১৩ দিন পরে মহিলার প্রেমিককে গ্রেফতার করল পুলিশ।
সূত্রের খবর, মহিলার নাম শ্রীমতি বর্মণ। ৩০ বছরের শ্রীমতি বর্মণ উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাসিন্দা। বেশ কয়েক বছর আগে তাঁর স্বামী মারা যান। তার পরে সোশ্যাল মিডিয়ায় চন্দকোণার (Chandrakona Arrest) বালা এলাকার বাসিন্দা সৌরভ বেহেরার সঙ্গে পরিচয় হয়।
জেরার পর পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, মহিলার আর্থিক অবস্থা স্বচ্ছল থাকায় সৌরভ ভালোবাসার ফাঁদ পেতেছিল। ধাপে ধাপে বহু টাকা ওই মহিলার কাছ থেকে ধারও নিয়েছিল। বিয়ে করবে বলে প্রতিশ্রুতিও দেয়। সম্প্রতি ওই মহিলা সৌরভকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। তাই পথের কাঁটা সরাতে ওই মহিলাকে খুনের ছক কষে সৌরভ। মহিলাকে চন্দ্রকোণা ডেকে নিয়ে এনে খুন করে জমিতে ফেলে দেয়।জানা গেছে, ওই বধূর একটি ন’বছরের ছেলে রয়েছে। অভিযুক্তের স্ত্রী ও সন্তান রয়েছে।