চন্দ্রয়ান_৩ ক্যামেরা ডিজাইন করেছেন ইসলামপুরের বাঙালি বিজ্ঞানী অনুজ নন্দী

নিজস্ব সংবাদদাতা : কেউ টিভির সামনে বা কেউ বা আবার বাড়ির মন্দিরে ভগবানের মূর্তির সামনে বসে প্রার্থনা করছেন অনুজের সাফল্য কামনায়।সকাল থেকে ইসলামপুরের অনুজের বাড়ির মানুষ থেকে পাড়া প্রতিবেশী সকলেই অধীর আগ্রহে বসে রয়েছেন অনুজের সাফল্য কামনায়।

    বুধবার সন্ধে ইসরোর পাঠানো মহাকাশযান চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল। ভারতের কাছে এটা অত্যন্ত গর্বের ও ঐতিহাসিক মুহূর্ত। ভারতবাসীর সেই গর্বের স্বপ্নকে বাস্তব করার জন্য সব থেকে বেশি যাদের উপর ভরসা করেছিল ইসরো তিনি হলেন বাঙালি বিজ্ঞানী। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাঙালি বিজ্ঞানী অনুজ নন্দী। তিনি চন্দ্রয়ান_৩ ক্যামেরা ডিজাইন করেছেন।অনুজের বিশেষ ইনফ্রায়েড ক্যামেরা আজ পৌঁছল চন্দ্রয়ান অভিযানে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আশ্রম পাড়ার বাসিন্দা অনুজ। সকাল থেকে ভীষণ উৎসাহের সঙ্গে রয়েছে অনুজের পরিবার ও প্রতিবেশীরা। যদিও অনুজ নন্দীর মা শারীরিকভাবে অসুস্থ কিছু বলার ক্ষমতা নেই তার তবুও ছেলের একটা ফোন পাওয়ার জন্য অধীর আগ্রহের সাথে অপেক্ষায় রয়েছেন তিনি।অনুজ এর প্রতিবেশী বিশিষ্ট বেতার শিল্পী সন্দীপ বাগচী জানান যে “বৈজ্ঞানিক অনুজ নন্দী সে আমাদের পাড়ার ছেলে এটা সত্যি আনন্দ ও গর্বের বিষয়। সকাল থেকেই টিভি খুলে বসে আছি এবং লোকনাথ বাবার কাছে ও প্রার্থনা করছি অনুজের এই যাত্রা যেন সফল হয়।”