চন্দ্রযান-৩-এর অবতরণের সরাসরি সম্প্রচার ফেসবুক ও ইউটিউবে

দেবজিৎ মুখার্জি: মহাকাশে ইতিহাস তৈরির পথে ভারত। সব ঠিক থাকলে বুধবার চাঁদের দেশে নামবে চন্দ্রযান! উপগ্রহটির ‘অন্ধকার দিক’ বা দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রমের অবতরণ নিয়ে ইসরোর অন্দরে উত্তেজনার পারদ চরমে। অধীর আগ্রহে সেই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় গোটা দেশ। আর বিক্রমের অবতরণ ফেসবুকে সরাসরি দেখতে পাবে গোটা দেশ।

     

    রবিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদে নামবে ল্যান্ডার বিক্রম। ইসরোর ওয়েবসাইট (isro.gov.in), ফেসবুক (facebook.com/ISRO), ইউটিউবে (https://www.youtube.com/watch?v=DLA_64yz8Ss) চন্দ্রযান-৩-এর অবতরণের সরাসরি সম্প্রচার করা হবে। বলে রাখা ভাল, চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যের আলো পৌঁছয় না। ফলে চির আঁধারে ডুবে থাকে সেই অঞ্চল। এখনও পর্যন্ত সেখানে কোনও দেশের যান সফলভাবে অবতরণ করতে পারেনি। তাই ইতিহাস তৈরির দোরগোড়ায় দাঁড়িয়ে ইসরোর উৎকণ্ঠা এখন সপ্তমে।