|
---|
দেবজিৎ মুখার্জি: মহাকাশে ইতিহাস তৈরি করল ভারত। বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে নামল চন্দ্রযান। চাঁদে সফটল্যান্ডিং করল ল্যান্ডার বিক্রম। এবার ল্যান্ডারের পেট থেকে আজানা দেশের খবর সংগ্রহে বেরিয়ে পড়বে রোভার প্রজ্ঞান।
ল্যান্ডার বিক্রমের সাফল্যে পতাকা ওড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, অন্তরীক্ষে নতুন ভারত তৈরি করল এই চন্দ্রযান। পৃথিবীর কোনও দেশ চাঁদের এই প্রান্তে পৌঁছতে পারেনি। প্রথম দেশ হিসাবে সেখানে পা রাখল ভারত।
শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে বললেন, “ভারত এবার মহাকাশের সুপার লিগে।”