চাঁদের দুর্গম মাটিতে ভারতের চন্দ্রযান বিক্রমের সফল অবতরণ ঘিরে উন্মাদনা।

লুতুব আলি, নতুন গতি, ২৩ আগস্ট : সমগ্র বিশ্বের চোখ এখন ভারতের দিকে। ভারতীয় মহাকাশ চন্দ্র যান ৩ বিক্রম চাঁদের দুর্গ মাটিতে সফলভাবে অবতরণ করার প্রেক্ষিতে ভারতবর্ষের ১৪০ কোটি মানুষ আনন্দে উদ্ভাসিত হয়েছেন। ২৩ আগস্ট সন্ধ্যায় বিক্রমের সফল অবতরণের মুহূর্তের সাক্ষী হয়ে থাকলো সমগ্র পৃথিবী। গত ১৪ জুলাই শ্রী হরি কোটা থেকে এই চন্দ্রযান বিক্রম চাঁদ মামার দেশে পৌছলো। খুবই স্বল্প খরচে মাত্র ৬১৩ কোটি টাকা ব্যয়ে ইসরোর বিজ্ঞানীরা এই চন্দ্রযান তৈরি করেছেন। যেখানে নাসা চন্দ্রযান তৈরি করতে হাজার হাজার কোটি টাকা খরচ হয় অথচ তারার সফল হয় না। বিক্রমের সফল উৎক্ষেপণ ও অবতরণ হওয়ার প্রেক্ষিতে ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা সমগ্র পৃথিবীর কাছে সমাদৃত হলেন। মাত্র কদিন আগেই রাশিয়ার চন্দ্রযান অবতরণের সময় নিশ্চিহ্ন হয়ে যায়। এই ঘটনা ঘটার ফলে ইসরোর বিজ্ঞানী ও সমগ্র ভারতের মানুষ দুশ্চিন্তায় ছিলেন। সমস্ত কিছু আশঙ্কার অবসান ঘটিয়ে ঈশ্বর মহাকাশ বিজ্ঞানীদের নির্দেশিত নির্ঘণ্ট অনুযায়ী ঘড়ির কাটায় কাটায় বিক্রমের সমস্ত অবতরণের মুহূর্ত গুলি সফলভাবে ঘটতে থাকে। চাঁদের দক্ষিণ মেরু জ দুর্গম মাটিতে ভারতের জাতীয় পতাকা উত্থিত হয়। ভারতের জাতীয় পতাকা অখন্ডতা, ঐক্য, সার্বভৌমত্ব, শান্তি ও ত্যাগের বার্তা বহন করে। এই বার্তা বহনকারী জাতীয় পতাকা চাঁদের মাটিতে পৌঁছনয় সমস্ত ভারতবাসী এই মাহেন্দ্র ক্ষণে সমস্ত ভেদাভেদ ভুলে আনন্দে মেতে উঠেছিলেন। বিশেষজ্ঞরা মনে করছেন বিক্রম সফলভাবে ল্যান্ডিং হওয়ার ফলে এবার একে একে চাঁদের মাটি থেকে বহু অজানা তথ্য ইসরো। অনেকে মনে করছেন চাঁদের মাটির চরিত্র সঠিকভাবে জানা গেলে অনেকে সেখানে জায়গাও কিনতে থাকবেন।