ফের সংঘর্ষ মণিপুরে! মৃত্যু কুকি সম্প্রদায়ের তিনজনের

ফের সংঘর্ষ মণিপুরে! মৃত্যু কুকি সম্প্রদায়ের তিনজনের

     

    দেবজিৎ মুখার্জি: ফের সংঘর্ষ মণিপুরে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ উখরুল জেলার থৌয়াই কুকি গ্রামে। মৃত্যু হয়েছে কুকি সম্প্রদায়ের তিনজনের।

     

    উখরুলের এসপি এন ভাসুম জানিয়েছেন, “পাহাড় সংলগ্ন এলাকা থেকে গ্রামের রক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে কয়েকজন দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন কুকি ব্যক্তির। এই ঘটনায় এখনও কারোর আহত হওয়ার খবর মেলেনি। তবে এই এলাকার নিরাপত্তা আরও আঁটসাট করা হয়েছে। দোষীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে মণিপুর পুলিশ ও ভারতীয় সেনার যৌথ বাহিনী।”