সৌহার্দ্য ও মুক্তাঙ্গনের সাংস্কৃতিক সন্ধ্যা জেলা গ্ৰন্থাগারে

সুফি রফিক উল ইসলাম : মেমারি : ১৭ আগষ্ট, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের সৌহার্দ্য ও মুক্তাঙ্গন সাংস্কৃতিক মঞ্চের বৃষ্টিস্নাত সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হল বর্ধমান জেলা গ্ৰন্থাগারে। স্বাধীনতা তোমার বয়স যত/ক্ষত সৃষ্টি হয়েছে তত — স্বাধীনতার ৭৭ কে সামনে রেখে ৭৭ তম স্বাধীনতাকে নৃত্য,সংগীত, বক্তব্য, আলোচনা এবং আবৃত্তিতে স্মরণ করা হয় এদিন।এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধাকারিক রাম শংকর মন্ডল। এছাড়া উপস্থিত মঞ্চাসীন গুণীজন হলেন দেবেশ ঠাকুর, কাশীনাথ গাঙ্গুলী,অনন্ত মন্ডল, সুকৃতি হাজরা,কুশল দে, মিনতি গোস্বামী এবং স্বপন হাজরা প্রমুখ। সৌহার্দ্য পূর্ণ আবহে মুক্তাঙ্গন এর মুক্ত পরিবেশে অনুষ্ঠানে সভাপতি, প্রধান অতিথি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বাধীনতা দিবসের উপর বিভিন্ন দিকে আলোকপাত করেন। অনুষ্ঠানের উপরি পাওনা হল জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল মহাশয়ের গলায় গান শোনা। সৌহার্দ্য সম্পাদক প্রদীপ কর্মকার এবং মুক্তাঙ্গন সম্পাদিকা মুক্তা রায়ের এই মহতী অনবদ্য প্রয়াস বড়দের সঙ্গে খুদে শিল্পীদের সাবলীল প্রকাশ অনুষ্ঠান টি কে যথেষ্ট বর্ণময় করে তোলে। মঞ্চাসীন গুণীজনের সঙ্গে কয়েক জন বিশিষ্ট সাংবাদিককেও সম্মাননা জ্ঞাপন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারী শিল্পীগণ কেও স্মারক সন্মান প্রদান করা হয়। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালিকা মধুমিতা পিড়ি।